No Internet Connection !

ইসলামের অভ্যুদয় ও ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন প্রতিষ্ঠা


খোলাফায়ে রাশেদীনের শাসনামল
উপমহাদেশে ইসলামের অভ্যুদয়
গজনী বংশ
ঘোরী বংশ
দিল্লি সালতানাত
খিলজী বংশ
তুঘলক বংশ
সৈয়দ ও লোদী বংশ
দিল্লি সালতানাতের পতন
বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা
প্রশ্ন: ইসলাম ধর্মের প্রবর্তক কে? উ: হযরত মুহম্মদ (সা.)।
প্রশ্ন: বিশ্ব ইতিহাসে অন্ধকার যুগ বলা হয় কোন যুগকে? উ: মধ্যযুগকে।
প্রশ্ন: ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে কাবা ঘরে কী করা হতো? উ: মূর্তিপূজা।
প্রশ্ন: ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? উ: মুহম্মদ বিন কাসিম।
প্রশ্ন: কত শতকে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? উ: ত্রয়োদশ শতকে।
প্রশ্ন: আইয়‍্যামে জাহিলীয়াহ কী? উ: অন্ধকার যুগ।
প্রশ্ন:হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? উ: ইরাকের শাসনকর্তা।
প্রশ্ন: হযরত মুহম্মদ (সা.) কোন বংশে জন্মগ্রহণ করেন? উ: আরবের বিখ্যাত কোরাইশ বংশে (৫৭০ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট, সোমবার)।
প্রশ্ন: হযরত মুহম্মদ (সা.) কত বছর বয়সে হযরত খাদিজাকে বিয়ে করেন? উ: ২৫ বছর।
প্রশ্ন: সত্যবাদিতার কারণে হযরত মুহম্মদ (সা.) কে মক্কাবাসী কী নামে ডাকত? উ: আল-আমীন।
প্রশ্ন: মুহম্মদ বিন কাশিম সিন্ধু জয় করেন কত সালে? উ: ৭১২ সালে।
প্রশ্ন: বিবাহের সময় হযরত খাদিজার বয়স কত ছিল? উ: ৪০ বছর।
প্রশ্ন: বেদুঈন বলা হতো কাদের? উ: মরুভূমিতে বসবাসকারী আরবদের।
প্রশ্ন: হযরত মুহম্মদ (সা.) কত সালে হিজরত বা দেশ ত্যাগ করেন? উ: ৬২২ খ্রি. (মক্কা হতে মদিনায় যান)।
প্রশ্ন:হযরত মুহম্মদ (সা.) কোন পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন? উ: হেরা পর্বত (৪০ বছর বয়সে তিনি নবুওয়্যাতপ্রাপ্ত হন)।
প্রশ্ন: তিনি কত সালে আবার মক্কায় ফিরে আসেন? উ: ৬৩০ খ্রি.।
প্রশ্ন: হযরত মুহম্মদ (সা.) কত সালে মৃত্যুবরণ করেন? উ: ৬৩২ খ্রিস্টাব্দের জুন মাসে।

খোলাফায়ে রাশেদীনের শাসনামল


প্রশ্ন: কতজন খলিফার শাসনকালকে বলা হয় খোলাফায়ে রাশেদীন? উ: চারজন।
প্রশ্ন: কতজন সাহাবী আরবের মুসলিম রাজ্যের শাসক হন? উ: চারজন।
প্রশ্ন: হযরত মুহম্মদ (সা.) এর বিশিষ্ট সাহাবীদের নিয়ে রাষ্ট্রের যাবতীয় কাজ পরিচালনায় গঠিত সভ্যকে কী বলা হতো? উ: মজলিশ-উশ-শুরা।
প্রশ্ন: চারজন খলিফা কারা?
উ: চারজন খলিফা:
✅ হযরত আবুবকর(রা) ৬৩২-৬৩৪ খ্রি.
✅ হযরত উমর (রা) ৬৩৪-৬৪৪ খ্রি.
✅ হযরত উসমান
✅ হযরত আলী (রা) ৬৫৬-৬৬১ খ্রি.

প্রশ্ন: রাষ্ট্রীয় কোষাগারকে কী বলা হতো? উ: বায়তুল মাল।
প্রশ্ন: খোলাফায়ে রাশেদীনের পর আরবের মুসলিম রাষ্ট্রের দায়িত্ব নেন কারা? উ: উমাইয়া খলিফাগণ।

উপমহাদেশে ইসলামের অভ্যুদয়


প্রশ্ন: রাষ্ট্রীয়ভাবে উপমহাদেশে ইসলামের সূত্রপাত হয় কখন? উ: ৭১২ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা ছিলেন কে? উ: রাজা দাহির।
প্রশ্ন: কার নির্দেশে মুহম্মদ বিন কাশিম ভারতের দিকে অগ্রসর হন? উ: হাজ্জাজ বিন ইউসুফ-এর।
প্রশ্ন: মুহম্মদ বিন কাশিম সিন্ধু জয় করেন- উ: ৭১২ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: সিন্ধু অভিযান প্রেরণ করেন কে? উ: হাজ্জাজ বিন ইউসুফ; ৬১০ সালে।
প্রশ্ন: কোন মুসলিম সেনাপতি স্পেন দখল করেন? উ: মুসা ও তারিক।
প্রশ্ন: মুসলমানরা স্পেন বিজয়কালে ইরাকের শাসনকর্তা কে ছিলেন? উ: হাজ্জাজ বিন-ইউসুফ।
প্রশ্ন: সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি ছিলেন- উ: মুহম্মদ বিন কাশিম।
প্রশ্ন: সিন্ধুদেশ মুহাম্মদ বিন কাশিমের দখলে আসে কবে? উ: ৭১২ খ্রি. (পরে মুলতানও দখল করেন)।

গজনী বংশ


প্রশ্ন: সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? উ:১৭ বার। (১০০০ - ১০২৭ সাল পর্যন্ত)।
প্রশ্ন: সুলতান মাহমুদ কখন সিংহাসনে আরোহণ করেন? উ: ৯৯৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: সুলতান মাহমুদ কোথাকার শাসনকর্তা ছিলেন? উ: গজনীর (আফগানিস্তান)।
প্রশ্ন: সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? উ: ভারতের গুজরাটের কাথিয়াবাড়ের সমুদ্র তীরে।
প্রশ্ন: সুলতান মাহমুদ কত সালে 'সোমনাথ মন্দির' আক্রমণ করেন? উ: ১০২৬ সালে।
প্রশ্ন: ফেরদৌসীকে কী বলা হয়? উ: প্রাচ্যের হোমার।
প্রশ্ন: ফেরদৌসীর রচিত অমর কাব্যগ্রন্থের নাম কী? উ:: শাহনামা।
প্রশ্ন: সুলতান মাহমুদের সভাকবি ছিলেন কে? উ: ফেরদৌসী।
প্রশ্ন: সুলতান মাহমুদের প্রথম অভিযান ছিল- উ: ১০০০ খ্রিস্টাব্দে সীমান্তবর্তী দুর্গ দখল।
প্রশ্ন: সুলতান মাহমুদ কখন সোমনাথ মন্দির আক্রমণ করেন? উ: ১০২৬ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি।
প্রশ্ন: অভিযানসমূহের মূল কারণ কী ছিল? উ: ধর্ম প্রচার, প্রচুর সম্পদ সংগ্রহ।
প্রশ্ন: কত বছর বয়সে তিনি গজনীর শাসনকর্তা হন? উ: ২৭ বছর বয়সে।
প্রশ্ন: সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? উ: ভারতের প্রচুর ধনসম্পদ।
প্রশ্ন: সুলতান মাহমুদ থানেশ্বর অভিযান করেন কখন? উ: ১০১৪ খ্রিস্টাব্দের।
প্রশ্ন: সুলতান মাহমুদের মৃত্যু হয় কখন? উ: ১০৩০ খ্রিস্টাব্দে গজনীতে।
প্রশ্ন: সুলতান মাহমুদের রাজ্যসভায় নামকরা দার্শনিক ও জ্যোতির্বিদ হিসেবে কর্মরত ছিলেন কে? উ: আল বেরুনী।

ঘোরী বংশ


প্রশ্ন: তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেন কে? উ: মুহাম্মদ ঘোরী।
প্রশ্ন: মুহাম্মদ ঘুরী কখন গজনীর শাসনভার গ্রহণ করেন? উ: ১১৭৩ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: মুহাম্মদ ঘুরীর প্রকৃত নাম কি? উত্তর: মুঈজ-উদ-দীন মোহাম্মদ বিন সাম।
প্রশ্ন: তরাইনের দ্বিতীয় যুদ্ধ ঘোরী ও পৃথ্বিরাজের মধ্যে কবে সংঘটিত হয়? উ: ১১৯২ সালে।
প্রশ্ন: ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য স্থাপন করেন কে? উ: মুহাম্মদ ঘোরী।
প্রশ্ন: মুহাম্মদ ঘোরীর প্রধান সেনাপতি কে ছিল? উ: কুতুবউদ্দীন আইবেক।
প্রশ্ন: কাকে পরাজিত করে ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজী বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন? উ: রাজা লক্ষ্মণ সেনকে।
প্রশ্ন: ভারতে কে তুর্কী সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন? উ: মুহাম্মদ ঘোরী।
প্রশ্ন: তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? উ: মুহাম্মদ ঘোরী ও দিল্লির চৌহান রাজা পৃথ্বিরাজ চৌহানের মধ্যে।
প্রশ্ন: তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কত সালে? উ: ১১৯১ সালে (জয়ী হয় পৃথ্বিরাজ চৌহান)।
প্রশ্ন: ভারতে আফগান রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করেন কে? উ: মুহাম্মদ ঘোরী।
প্রশ্ন: মুহাম্মদ ঘোরীর শাসনকালে বাংলার শাসনকর্তা ছিলেন কে? উ: লক্ষ্মণ সেন।
প্রশ্ন:মুহাম্মদ ঘোরী কার হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আফগানিস্তানে ফিরে যান? উ: তুর্কি সেনাপতি কুতুবউদ্দীন আইবেক।
প্রশ্ন: বখতিয়ার খিলজী কখন মৃত্যুবরণ করেন? উ: ১২০৬ খ্রিস্টাব্দে।

দিল্লি সালতানাত


প্রশ্ন: কত সালে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা হয়? উ: ১২০৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: দিল্লি সালতানাতের এর প্রতিষ্ঠাতা কে? উ: কুতুবউদ্দীন আইবেক।
প্রশ্ন: দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উ: সুলতান ইলতুতমিশ।
প্রশ্ন: দিল্লীর প্রথম স্বাধীন সুলতান কে? উ: কুতুবউদ্দীন আইবেক।
প্রশ্ন: দিল্লীর সিংহাসনে প্রথম মুসলিম নারী কে? উ: সুলতানা রাজিয়া।
প্রশ্ন: সুলতানা রাজিয়া কে ছিলেন? উ: সুলতান ইলতুতমিশের কন্যা।
প্রশ্ন: গিয়াসউদ্দীন বলবন ক্ষমতা লাভ করেন কবে? উ: ১২৬৬ সালে।
প্রশ্ন: নাসির উদ্দিন মাহমুদের শাসনকালকত? উত্তর: ১২৪৬-১২৬৫ সাল।
প্রশ্ন: গিয়াসউদ্দিন বলবনের পূর্বনাম কী ছিল? উত্তর: বাহাউদ্দিন।
প্রশ্ন: 'রক্তপাত ও কঠোর নীতি' যার শাসনের বৈশিষ্ট্য ছিল? উত্তর: গিয়াসউদ্দিন বলবন।
প্রশ্ন: গিয়াসউদ্দীন বলবনের মৃত্যু হয় কবে? উ: ১২৮৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: ভারতে তুর্কী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উ: কুতুবউদ্দিন আইবেক।
প্রশ্ন: 'কুতুব মিনার' কোথায় অবস্থিত? উ: দিল্লীতে।
প্রশ্ন: ভারতে দাসবংশের প্রতিষ্ঠাতা কে? উ: কুতুবউদ্দিন আইবেক।
প্রশ্ন: দাস বংশের স্থায়িত্ব কাল কত? উ:১২০৬ খ্রিস্টাব্দ হতে ১২৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
প্রশ্ন: ইলতুতমিশ কত সালে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন? উ: ১২১১ সালে।
প্রশ্ন: ইলতুতমিশের রাজত্বকাল কত বছর? উ: ১২১১-১২৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত।
প্রশ্ন: ইলতুতমিশের উপাধি ছিল কী? উ: সুলতান-ই-আযম।
প্রশ্ন: কতুবউদ্দীন আইবেক মৃত্যুবরণ করেন কবে? উ: ১২১১ সালে।
প্রশ্ন: সুলতানা রাজিয়ার পর কে দিল্লির শাসনভার গ্রহণ করেন? উ: বাহরাম শাহ।
প্রশ্ন: বাহরাম শাহের পর কে দিল্লীর শাসনভার গ্রহণ করেন? উ: নাসির উদ্দীন মাহমুদ।
প্রশ্ন: সুলতানা রাজিয়া কখন সিংহাসনে আরোহণ করেন? উ: ১২৩৬ সালে (স্থায়িত্বকাল ১২৩৬-৪০ খ্রি. পর্যন্ত)।
প্রশ্ন: নাসির উদ্দীনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উ: গিয়াসউদ্দীন বলবন।
প্রশ্ন: নাসির উদ্দীনের মৃত্যু হয় কবে? উ: ১২৬৬ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন: 'কুতুব মিনার' কে নির্মাণ করেন? উ: কুতুবউদ্দিন আইবেক।
প্রশ্ন: 'লাখ বখশ' বলা হতো কাকে? উ: কুতুবউদ্দিন আইবেককে।

খিলজী বংশ


প্রশ্ন: ভারতীয় উপমহাদেশে খিলজী বংশের সূচনা করেন কে? উ: ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজী।
প্রশ্ন: ভারতের ইতিহাসে নব মুসলমান নামে পরিচিত কারা? উ: চেঙ্গিসখানের পুত্র উলুঘখান ও তাঁর সমর্থকগণ।
প্রশ্ন: কখন দুর্ধর্ষ মোঙ্গল নেতা হালাকু খানের পৌত্র আব্দুল্লাহ ভারত আক্রমণ করেন? উ: ১২৯১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: আলাউদ্দীন খিলজীর প্রিয় সেনাপতি ছিল কে? উ: সেনাপতি মালিক কাফুর।
প্রশ্ন: জালালউদ্দিন খলজি কখন সিংহাসনে আরোহণ করেন? উত্তর: ১২৯০ সালে, ৭০ বছর বয়সে।
প্রশ্ন: খিলজী বংশের প্রতিষ্ঠাতা কে? উ: জালালউদ্দিন খিলজী।
প্রশ্ন: খিলজী বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? উ: মোবারক খিলজী। প্রশ্ন: বাংলার কোন শাসনকর্তার সময় হযরত শাহজালাল ধর্ম প্রচারার্থে সিলেট আসেন? উ: শামসুদ্দীন ফিরোজ শাহ।
প্রশ্ন: 'দেওয়ান-ই-খয়রাত' বিভাগ কে চালু করেন? উ: ফিরোজ শাহ তুঘলক।
প্রশ্ন: মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে? উ: সেন্ট টমাস একুইনাস।
প্রশ্ন: হযরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন? উ: তুরস্কের।
প্রশ্ন: ইতিহাসে অন্ধকার যুগ কোনটি? উ: হাবসী কুশাসনের অন্ধকারময় যুগ।
প্রশ্ন: কোন সম্রাট নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নির্ধারণ করে দেন? উ: আলাউদ্দিন খিলজী।
প্রশ্ন: খিলজী বংশের প্রথম শাসক কে? উ: জালালউদ্দীন খিলজী।
প্রশ্ন: আলাউদ্দিন খলজির শাসনের উল্লেখযোগ্য কৃতিত্ব কী? উত্তর: দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ।
প্রশ্ন: আলাউদ্দীনের সময়কালে রচিত বিখ্যাত উপাখ্যান কোনটি? উ: পদ্মিনী উপাখ্যান।
প্রশ্ন: আলাউদ্দীন খিলজীর রাজত্বকাল ছিলেন কত? উ: ১২৯৬-১৩১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত।
প্রশ্ন: আলাউদ্দীন খিলজীর জীবনাবসান হয় কখন? উ: ১৩১৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: আলাউদ্দীন খিলজী কখন ক্ষমতা গ্রহণ করেন? উ: ১২৯৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: জালাল উদ্দীন খিলজীর রাজত্বকাল ছিল কত বছর? উ: ১২৯০-১২৯৬ খ্রিস্টাব্দ পর্যন্ত।
প্রশ্ন: জালাল উদ্দীন খিলজী কখন সিংহাসনে আরোহণ করেন? উ: ১২৯০ খ্রিস্টাব্দে, ৭০ বছর বয়সে।

তুঘলক বংশ


প্রশ্ন: তুঘলক বংশের প্রথম শাসকের নাম কী? উ: গিয়াস উদ্দীন।
প্রশ্ন: গিয়াস উদ্দীনের উপাধি ছিল কী? উ: গাজী মালিক ও সেনাবাহিনীর রক্ষক।
প্রশ্ন: গিয়াস উদ্দীন কখন ক্ষমতা লাভ করেন? উ: ১৩২০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: মুহাম্মদ বিন তুঘলকের আসল নাম কী? উত্তর: জুনা খাঁ।
প্রশ্ন: তৈমুর কখন ভারত আক্রমণ করেন? উত্তর: ১৩৯৮ সালে।
প্রশ্ন: ফিরোজ শাহ তুঘলক কবে দিল্লির সিংহাসনে বসেন? উত্তর: ১৩৫১ সালে।
প্রশ্ন: মুহাম্মদ বিন তুঘলক কখন সিংহাসনে আরোহন করেন? উ: ১৩২৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: ফিরোজ শাহের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? উ: ফতোয়া-ই ফিরোজশাহী।
প্রশ্ন: তৈমুর কখন ভারত আক্রমণ করেন? উ: ১৩৯৮ সালে।
প্রশ্ন: ফিরোজ শাহের শাসন পরিচালনার সময়কাল কত? উ: ১৩৫১-১৩৮৮ খ্রি. পর্যন্ত (৩৭ বছর)।
প্রশ্ন: ইবনে বতুতার সফর সংক্রান্ত গ্রন্থের নাম কী? উ: কিতাবুল রেহলা বা সফরনামা।
প্রশ্ন: ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? উ: উত্তর আফ্রিকার মরক্কোর।
প্রশ্ন: ইবনে বতুতা ভারতে আসেন কবে? উ: ১৩৩৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: ফিরোজ শাহ তুঘলক কখন দিল্লীর সিংহাসনে আরোহণ করেন? উ: ১৩৫১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতবর্ষে কোন ঐতিহাসিক পর্যটকের আগমন ঘটে? উ: ইবনে বতুতা।
প্রশ্ন: মুহাম্মদ বিন তুঘলক তাম্র মুদ্রা প্রচলন করেন কবে? উ: ১৩৩৯ সালে।
প্রশ্ন: দেবগিরির নতুন নামকরণ হয় কী? উ: দৌলতাবাদ।
প্রশ্ন: 'তাম্র মুদ্রার' প্রচলন করেন কে? উ: মুহাম্মদ বিন তুঘলক।
প্রশ্ন: দিল্লী হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? উ: মুহম্মদ বিন তুঘলক।
প্রশ্ন: মুহাম্মদ বিন তুঘলক খোরাসান অভিযান করেন কবে? উ: ১৩২৭-২৮ খ্রিস্টাব্দে।

সৈয়দ ও লোদী বংশ


প্রশ্ন: সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? উ: খিজির খান।
প্রশ্ন: লৌদী বংশের শেষ সুলতান কে? উ: ইব্রাহীম লোদী।
প্রশ্ন: ইব্রাহীম লোদী ক্ষমতা গ্রহণ করেন কবে? উ: ১৫১৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: লৌদী বংশের রাজত্বকাল কত? উ: ১৪৫১-১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত (৭৫ বছর)।
প্রশ্ন: লৌদী বংশের প্রতিষ্ঠাতা কে? উ: বাহলুল লোদী।
প্রশ্ন: সৈয়দ বংশ কখন দিল্লীর শাসন ক্ষমতায় বসে? উ: ১৪১৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: লৌদী বংশের প্রথম শাসক কে? উ: দৌলতখান লোদী।

দিল্লি সালতানাতের পতন


প্রশ্ন: দিল্লি সালতানাতের সূচনা হয়েছিল কবে? উ: ১২০৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: পানিপথের প্রথম যুদ্ধ হয় কখন? উ: ১৫২৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়? উ: ইবরাহীম লোদী ও সম্রাট বাবরের মধ্যে।
প্রশ্ন: দিল্লি সালতানাতের স্থায়িত্বকাল ছিল কত বছর? উ: ১২০৬-১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত (তিনশ বিশ বছর)।
প্রশ্ন: কোন যুদ্ধে দিল্লি সালতানাতের পতন হয়? উ: পানিপথের প্রথম যুদ্ধে।
প্রশ্ন: কোন সুলতানের সময় দিল্লি সালতানাতের পতন হয়? উ: সম্রাট বাবরের সময়ে-১৫২৬ সালে।
Next
top
Back
Home
Gsearch